উপজেলা প্রতিনিধি, ছাতক:
বন্যায় ভাসছে পুরো সিলেট বিভাগ। শহরের চেয়ে গ্রামে বন্যার ভয়াবহতা তীব্র আকার ধারণ করেছে৷ অনেকেই হারিয়েছেন মাথা গোঁজার একমাত্র অবলম্বন, ঘর বাড়ি সবই। সেই সাথে ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের। তেমনই এক অসহায়ত্বের দেখা দিয়েছে সুনামগঞ্জের ছাতকের ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ গনেশ্বরপুর গ্রামে। বন্যায় কয়েকটি পরিবারের ঘরবাড়ি ভেসে গেছে। পরিবারগুলো মাথা গোজার টাই ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব জীবন যাপন করছে।
অতি প্রবল বৃষ্টি, ভারত থেকে আগত পাহাড়ি ঢলের পানি এবং স্থানীয় নদ-নদীর পানি বৃদ্ধি কারণে ভয়াবহ বন্যা হয়। এতে প্লাবিত হয়ে উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশ্বরপুর গ্রামের মো. ওয়ারিছ আলীর ছেলে মোহাম্মদ মারুফ মিয়া, তার ভাই মোহাম্মদ মজলু মিয়া, মো. রজনু মিয়া, মাজহারুল ইসলাম মাহিম, মোহাম্মদ সাহিদুল ইসলাম (মাহবি) এবং বোন নার্গিস সুলতানা তৈয়বা ও তানিয়া বেগমের বসবাসের ঘরবাড়ি, হাস, মুরগি, গরু, ছাগল ও গোখাদ্য, ফিশারীর মাছ বন্যার পানির সাথে ভেসে যায় এবং অন্যান্য স্থায়ী সম্পদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জীবনের শেষ সম্বলটাও হারিয়েছেন তারা।
মোহাম্মদ ওয়ারিছ আলী জানান, বন্যায় আমাদের কয়েকটি পরিবারকে পথে বসিয়ে দিয়েছে। আমরা সরকারের সহযোগিতা চাচ্ছি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাজ্জাদুর রহমান বলেন, আমার ওয়ার্ডের প্রায় প্রতিটি পরিবার এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তাদের সহযোগিতার জন্য বিভিন্ন মহলে চেষ্টা করেও কোন প্রতিকার পাচ্ছি না। আমি আশা করব অসহায় এসব পরিবারের পাশে সরকার থাকবে।
এই নিউজ ৩১৫ বার পড়া হয়েছে