১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হোয়াইটচ্যাপেলে ফার-রাইট কার্যক্রমের প্রতিক্রিয়ায় বৈঠক অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ণ
হোয়াইটচ্যাপেলে ফার-রাইট কার্যক্রমের প্রতিক্রিয়ায় বৈঠক অনুষ্ঠিত

Manual6 Ad Code

হোয়াইটচ্যাপেলে ফার-রাইট ও ইউকিপ (UKIP) সমর্থকদের পরিকল্পিত আগমনের প্রতিক্রিয়ায় সম্প্রদায়ের নিরাপত্তা ও সংহতি নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মক্স এর উদ্যোগে গুরুত্বপূর্ণ কৌশলগত বৈঠকের আয়োজন করে।

Manual4 Ad Code

বৈঠকটি অনুষ্ঠিত হয় শুক্রবার (১০ অক্টোবর) পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে। এতে প্রায় ৪০ জন প্রতিনিধি বিভিন্ন সংগঠন থেকে অংশগ্রহণ করেন। উপস্থিত সংস্থাগুলোর মধ্যে ছিল ইস্ট লন্ডন মসজিদ, দারুল উম্মাহ, উইমেন এক্সক্লুসিভ টিম, কাউন্সিল অব মসজিদস নিউহ্যাম, আশ’আতাবি মসজিদ, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (MCB) এবং মেট্রোপলিটন পুলিশ (MET Police) সহ অন্যান্য কমিউনিটি সংগঠনের নেতা-কর্মী। কাউন্সিল অফ মস্ক এর সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ডিটেকটিভ সুপারেন্টেন ওলিভার রিচটার, চীপ ইন্সপেক্টর ক্রিচ ব্রাউন, মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনে সেক্রেটারি জেনারেল ড. ওয়াজিদ, ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি ড. আব্দুল্লাহ ফলিক, মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের সিনিয়র নেতা দিলোয়ার হোসেন, দারুল উম্মা মসজিদ এর সেক্রেটারি নুরুল উল্লাহ, উমেন্স ইস্কুসিভ টিমের চীপ এক্সিকিউটিভ সাফিয়া জামা, আসাটাবি’র ট্রাস্টি সারা মেরিপ্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড.আব্দুল হাই মুর্শেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সেক্রেটারি তাইসির মাহমুদ, কাউন্সিল অফ মস্ক এর ট্রেজারার মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সোমালি কমিউনিটির বিশিষ্ট নেতা মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

Manual1 Ad Code

বৈঠকে আসন্ন ২৫শে অক্টোবরের পরিকল্পনা ঘিরে সম্ভাব্য পরিস্থিতি, জননিরাপত্তা ব্যবস্থা এবং সম্প্রদায়িক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Manual7 Ad Code

সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয় এবং উপস্থিত প্রতিনিধিরা একমত হন যে, সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশের সমন্বিত তত্ত্বাবধানের মাধ্যমে শান্তি ও সংহতি বজায় রাখা সম্ভব হবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মসজিদস সকল সম্প্রদায়ের সদস্যদের আহ্বান জানায় শান্তি, সংহতি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে একসঙ্গে কাজ করার জন্য।

Manual1 Ad Code
Manual5 Ad Code