১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে কমিউনিটি কুয়েশ্চন টাইম উইথ হাইকমিশনার অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ২৬, ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ণ
লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে কমিউনিটি কুয়েশ্চন টাইম উইথ হাইকমিশনার অনুষ্ঠিত

Manual1 Ad Code

প্রবাস ডেস্ক:

Manual3 Ad Code

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম লন্ডন বাংলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত লন্ডন বাংলা প্রেস ক্লাবের সফল আয়োজন কমিউনিটি কুয়েশ্চন টাইম উইথ হাইকমিশনার অনুস্টিত হয়।

বৃহস্পতিবার (১৯জুন) বিকেল ৫ টায় লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে এ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের এবং সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ এই অধিবেশনটি পরিচালনা করেন। উপস্থিত সাংবাদিক, কমিউনিটি নেতা এবং আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন, যারা কমিউনিটির গুরুত্বপূর্ণ উদ্বেগের উপর বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছিলেন। নেতৃবৃন্দের মধ্যে প্রশ্ন বা মতামত রাখেন, ইউকেবিসিসিআই’র চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিজি সলিসিটর দেওয়ান মাহদী, ক্যাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ওলি খান এমবিই, ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট তোফাজ্জুল মিয়া, সোসাইটি অব বৃটিশ বাংলাদেশী সলিসিটর্স এর প্রেসিডেন্ট সলিসিটর নুরুল গাফফার, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন ও একাউন্টেনট ক্লাব ইউকে’র প্রতিনিধি এ মুহিত। নেতৃবৃন্দ কমিউনিটির বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

Manual1 Ad Code

পাঁচ মাস আগে মিশনে যোগদানের পর এটি ছিল এই ধরণের প্রথম মুখোমুখি জনসাধারণের সাথে আলাপচারিতা। যদিও তিনি এর আগে বিভিন্ন কমিউনিটি সংস্থার সাথে দেখা করেছেন। এটি ছিল ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের সরাসরি প্রশ্নোত্তরের একটি অনন্য সুযোগ। প্রায় দুই ঘন্টার আলোচনায় আবিদা ইসলাম খোলামেলা, কূটনৈতিক এবং ইতিবাচকভাবে প্রশ্নের উত্তর দেন।

Manual8 Ad Code

প্রশ্নোত্তর পর্বে ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের সাথে প্রাসঙ্গিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে রয়েছে: অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফর, কমিউনিটি নেতৃত্বের অংশগ্রহণ, কনস্যুলার পরিষেবা এবং দক্ষতা, পাওয়ার অফ অ্যাটর্নি প্রক্রিয়া, বাংলাদেশ হাউস তহবিল ইত্যাদি।

Manual4 Ad Code

প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, আমরা এই আয়োজনের মাধ্যমে সব কিছুর জবাব বা সমাধান পাবো তেমনটি আশা করি না। আমরা চাই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বার বার আলোচনায় আসুক। যথার্থ ও সম্মানের সাথে
প্রশ্ন করা বা জবাবদিহিতার কালচার অব্যাহত থাকুক। আর সাহস নিয়ে এমন কঠিন অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় আমরা হাইকমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানের শুরুতে, প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা হাই কমিশনারকে ফুল এবং উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

হাই কমিশনার আবিদা ইসলাম দর্শকদের সামনে খোলামেলা এবং স্পষ্ট ভাষায় বক্তব্য রাখেন, তাঁর কূটনৈতিক অগ্রাধিকার, কনস্যুলার উন্নয়ন এবং সম্প্রদায়ের সেবায় হাই কমিশনের ভূমিকা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করেন। তাঁর প্রতিক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রবাসী এবং তাদের কূটনৈতিক প্রতিনিধিদের মধ্যে শক্তিশালী সম্পৃক্ততার প্রতি অঙ্গীকার প্রতিফলিত হয়।

হাই কমিশনার ছাড়াও, বাণিজ্যিক পরামর্শদাতা তানভীর এবং প্রেস মিনিস্টার আকবর হুসেনও কয়েকটি প্রশ্নের উত্তর দেন এবং বিভিন্ন বিষয়ে স্পষ্টীকরণ প্রদান করেন।

প্রেস ক্লাবের সহ-সভাপতি তারেক চৌধুরী এবং কোষাধ্যক্ষ সালেহ আহমেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অধিবেশনটি শেষ হয়। তারা হাই কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্প্রদায় এবং হাই কমিশনের মধ্যে চলমান সংলাপের গুরুত্ব তুলে ধরেন।

Manual1 Ad Code
Manual7 Ad Code