জামেয়া নুরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেট এর দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহা সম্মেলন ও খতমে বুখারী ও সিলেট বিভাগ ভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা শনিবার (১০ জানুয়ারি) শুরু হবে।
১ম দিন সভাপতিত্ব করবেন প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ।
প্রধান অতিথির বয়ান পেশ করছেন শায়খুল মাশায়েখ মাওলানা আব্দুল মতীন বিন হুসাইন পীর সাহেব ঢালকানগর, ঢাকা। বিশেষ অতিথির বয়ান পেশ করবেন মাওলানা শেখ বদরুল আলম হামিদী মুহতামিম বরুণা মাদ্রাসা, মাওলানা নূরুল হক নবীগঞ্জী।
২য় দিন বয়ান পেশ করবেন মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, মুফতি নজরুল ইসলাম কাসেমী ঢাকা, মুফতি রেজাউল করীম আবরার ঢাকা, মুফতি আবুল হাসান জকিগঞ্জ, মুফতি আলী হাসান উসামা ঢাকা, মুফতি ফয়জুল্লাহ নোমানী ঢাকা, মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক সৈয়দপুর, মৌলভীবাজার নুরুল কুরআন মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আহমদ বিলাল।
জামেয়ার প্রিন্সিপাল ১০ ও ১১ জানুয়ারি ২০২৬ দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামি মহাসম্মেলন সফলে সবার সহযোগিতা কামনা করেন এবং ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এই নিউজ ৩২৫ বার পড়া হয়েছে