১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটের শহরতলীর খিত্তা খালপার তালুকদার বাড়ির ঈদ উৎসব মিলন মেলা অনুষ্ঠিত হয়।

admin
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ০৬:৪২ অপরাহ্ণ
সিলেটের শহরতলীর খিত্তা খালপার তালুকদার বাড়ির ঈদ উৎসব মিলন মেলা অনুষ্ঠিত হয়।

নাইন ডেস্ক

২৯ জুন রোববার লন্ডন লুটনে ইউকের বিভিন্ন শহর থেকে নারী পুরুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সুমন আহমদের পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে কয়েছুজ্জামানের সভাপতিত্বে ও নজরুল ইসলাম খালেদের এবং এনাম ইসলামের যৌথ পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আব্দুল কাইয়ুম তালুকদার পংকি, আক্তারুজ্জামান মানিক, গিয়াস আহমদ, আবু সুহেল, রেহান আহমদ, রাজন আহমদ, তুহিন আহমদ, লোকমান আহমদ, বাবুল আহমদ, রুয়েব আহমদ, রবিন আহমদ, মখসুদ আহমদ, সেলিম আহমদ, সাকিব আহমদ, দিলাল আহমদ আরো অনেকে।

অনুষ্ঠানে খেলাধুলা হামদ, নাত, মিউজিক্যাল চেয়ার খেলার পরে পুরস্কার বিতরণ করা হয়।